বঙ্গবার্তা ব্যুরো,
এখন থেকে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার খেলোয়াড়েরা আর অংশগ্রহণ করতে পারবেন না মেয়েদের খেলায় – আমেরিকার জাতীয় মহিলা ক্রীড়া দিবসে এমনই এক আদেশে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তাঁর এই নির্দেশ অনুযায়ী এবার থেকে মেয়েদের খেলায় অংশ নেবে শুধুমাত্র জন্মসুত্রে যারা মেয়ে তারাই। বিতর্কিত এই আদেশের মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্কুল ও কলেজগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন, যাতে তারা ট্রান্সজেন্ডার বা বৃহন্নলাদের মহিলাদের ক্রীড়ায় অংশগ্রহণ করতে না দেয়।যারা এই নিয়ম মানবে না সেসব প্রতিষ্ঠানে অর্থ সহায়তা করা থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বিরত থাকবে।
তবে শুধুমাত্র দেশেই মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করেই ক্ষান্ত হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিকভাবে মহিলাদের খেলা থেকে রূপান্তকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপরে চাপ তৈরির পরিকল্পনা করেছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প নিজে তাঁর এই নির্দেশ মহিলাদের ক্রীড়াকে রক্ষা করবে বলে মনে করলেও সমালোচকদের দাবি, এটি সরাসরি ট্রান্সজেন্ডার নারীদের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত।
মহিলাদের খেলায় আর নয় রূপান্তরকামীরা, নির্দেশে সই ট্রাম্পের
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-06-at-1.11.02-PM.jpeg)