নতুন মুখ্যমন্ত্রী বাছতে পারল না বিজেপি, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

বঙ্গবার্তা ব্যুরো,
মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। গত রবিবার সন্ধ্যায় পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এরপর সেই পদে কে বসবেন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল।তাঁর ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে।
প্রায় ২১ মাস ধরে অশান্তির জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের।পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জেলায় কার্ফু জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও।বার বার হাজার হাজার মানুষ এই অশান্তির কবলে পড়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্য বিধানসভায় বাজেট সেশনের ঠিক আগে গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দেন এন বীরেন সিং। যদিও বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় সরকার পড়ে যেতে পারে এই আশঙ্কাতেই তাঁকে ইস্তফা দিতে বাধ্য করে বিজেপি। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছিল। তার মধ্যেই বড় মোড় নিয়ে মণিপুর জারি হল রাষ্ট্রপতি শাসন।