বঙ্গবার্তা ব্যুরো,
শেষ পর্যন্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকেই বেছে নিল বিজেপি।দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছতে বুধবার দলের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকেই স্থির হয় দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন রেখা গুপ্ত। বিকেলে পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম প্রস্তাব দলের দুই পর্যবেক্ষক। পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনকড়কে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বারোটায় রামলীলা ময়দানে এক অনুষ্ঠানে তিনি মখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।তাঁর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।
রেখা গুপ্ত ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেত্রী। সংঘেরও কাছের ।এ বি ভি পির সঙ্গে যুক্ত ছিলেন। দলের কাজে সব সময়ই সক্রিয় থেকেছেন। তবে এবারই প্রথম ভোটে দাঁড়ান এবং শালিমার বাগ কেন্দ্র থেকে জয়ী হন।
২৭ বছর পর দিল্লিতে ক্ষমতা দখল করল বিজেপি। তাই শপথ গ্রহণ অনুষ্ঠান বড় করেই করতে চায় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। এছাড়াও থাকতে পারেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।