৭ দিনেই বক্স অফিসে উড়ান ছাবার, ছবির ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,
দেশজুড়ে এখন ‘ছাবা’ ঝড়।গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ৭ দিনেই টপকে গেছে ২০০ কোটির গণ্ডি। মারাঠা ছত্রপতি সম্ভাজিকে নিয়ে তৈরি এই ছবি দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা।এ বার সেই ছবির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাবা’। ছাবা-তে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত।মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছিলেন তিনি।এই ছবিতে ঔরঙ্গজেবের ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না।

ছত্রপতি শিবাজির ভূমিকায় দেখা গিয়েছে ভিকি কৌশলকে। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ছাবা’ ভিকি কৌশলের ফিল্মি কেরিয়ারে মস্ত সাফল্যের পালক জুড়ে দিয়েছে। ছত্রপতি শিবাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য নানা কসরত করেছেন ভিকি কৌশল। প্রথম শুক্রবারে এই সিনেমা খাতা খুলেছিল ৩১ কোটি দিয়ে। এরপর sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে ছাবার শুক্রবারের আয় ২৩ কোটি। ফলে সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৪২ কোটিতে। শুক্রবারই নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ‘ছাবা’ নিয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী তিনি বলেন, “মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্রই মরাঠি ও হিন্দি ছবিকে সমৃদ্ধ করেছে। আর আজকাল তো সারা দেশে ‘ছাবা’ আলোড়ন তুলেছে। শিবাজি সবন্তের মরাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের সাহসী দিক তুলে ধরা হয়েছিল।”