সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম

পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলার চট গোটাচ্ছে সিবিআই। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাতে উল্লেখ করা হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আর তা নিয়েই উত্তাল রাজ্য রাজনীতি।
যে চার্জশিট উল্লেখ করেছে সিবিআই তাতে বলা হয়েছে, বেআইনি নিয়োগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কাছ থেকে তিনি ১৫ কোটি টাকা দাবি করেছেন। তবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উল্লেখ অবশ্য সিবিআই চার্জশিটে উল্লেখ করেনি। সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নাম আসার বিষয়টি প্রকাশ্যে আসার পরই উত্তেজনা তুঙ্গে। বিরোধীরা অবিলম্বে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছে। চার্জশিটের বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তিনি জানিয়েছেন, তার মক্কেল ইডি-সিবিআই তদন্তে সহযোগিতা করেছেন। এরপরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে। মরিয়া হয়েই অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
চার্জশিটে বলা হয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তুনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বৈঠক হয়। সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয়। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, সুজয়কৃষ্ণ বলছেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা চেয়েছেন। সেই রেকর্ডিং ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে। সাপ্লিমেন্টারি চার্জশিটের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে বিপাকে পড়লেন তা বলাই যায়।