বঙ্গবার্তা ব্যুরো,
শুনতে অবাক লাগলেও বলিউড সুপারস্টার শাহরুখ খানকে তাঁর বড় সাধের বাড়ি ‘মন্নত’ ছাড়তে হচ্ছে। ‘মন্নত’ শুধু কিন্তু শাহরুখ খানের বাড়ি নয়, এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানও।সেই অঞ্চলে যেই যান একবার করে কিং খানের বাড়ি দেখার জন্য জন্য ভিড় জমান। তবে এবার সেই সাধের বাড়ি ছাড়তে হবে সুপারস্টারকে। কারণ, এবার মন্নতের ‘অ্যানেক্স ভবন’-এর সম্প্রসারণের কাজ হবে – যা শেষ হতে প্রায় ২ বছর সময় লেগে যাবে।
এই সময়টা কোথায় থাকবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান? জানা যাচ্ছে, এই সময় বান্দ্রার পালি হিলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারটি ফ্লোর ভাড়া নিয়ে থাকবেন তিনি।এ জন্য প্রতি মাসে তাঁকে ২৪ লক্ষ টাকা গুনতে হবে। সম্প্রতি এই নিয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পালি হিলের নতুন ঠিকানার প্রতিটি ফ্লোরে আলাদা একটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে – যাতেই থাকবেন শাহরুখ খান, তাঁর পরিবার। থাকবেন তাঁর নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মীরাও।
২০২৩ সালেই শাহরুখের স্ত্রী গৌরী খান ‘মন্নত অ্যানেক্স’-এ অতিরিক্ত দুটি তলা সম্প্রসারণের কাজের অনুমতি চেয়েছিলেন – এতদিনে সেই আবেদন মঞ্জুর হয়েছে। আর এবার সেই অনুযায়ীই ‘মন্নত’-এর সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে।
মন্নত ছাড়তে হচ্ছে শাহরুখকে, নিচ্ছেন বাড়ি ভাড়া, কিন্তু যাচ্ছেন কোথায়?
