মিডিয়ার ঘাড়ে দোষ দিয়ে, কংগ্রেসেই আছেন বলে জানালেন শশী


বঙ্গবার্তা ব্যুরো,
আপাতত থেমে গেল দল বদলের চর্চা। প্রবীণ সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরু জানিয়েছেন তিনি কংগ্রেসেই আছেন। গত কয়েক দিন ধরে তাঁর কংগ্রেস ছাড়ার জল্পনা নিয়ে সরগরম ছিল রাজধানীর রাজনীতি। অবশেষে নিজেই সেই চর্চায় দাঁড়ি টেনে দিলেন তিরুবন্তপুরমের সাংসদ শশী থারুর। একই সঙ্গে তাঁকে নিয়ে যাবতীয় জল্পনার দায় তিনি সংবাদ মাধ্যমের ওপরই চাপিয়েছেন ।
সম্প্রতি শশী থারুরে একটি মন্তব্য প্রকাশ্যে আসে। তিনি বলেন আমার কাছে সময় কাটানোর বহু বিকল্প আছে। শুধুমাত্র এই মন্তব্য নিয়েই সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়। শশী থারুর কংগ্রেস ছাড়ছেন। সেখানেই না থেমে বহু সংবাদ মাধ্যম দাবি করতে থাকে শশী বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁকে নিয়ে চর্চা বেড়ে যাওয়ায় নিজেই সমাজ মাধ্যমে এই নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন।
শশী জানিয়েছেন এক মালয়ালি সংবাদ মাধ্যমে দেওয়া তাঁর এক সাক্ষাৎ কার থেকেই এই বিতর্কের শুরু। সেখানে তিনি বলেছিলেন তাঁর কাছে সময় কাটানোর জন্য অনেক বিকল্প আছে। শশী বলেন তিনি এই কথা বলেছিলেন সাহিত্য ক্ষেত্রের প্রেক্ষিতে। কিন্তু কিছু সংবাদ মাধ্যম এই মন্তব্যকে রাজনৈতিক প্রক্ষাপটে এনে ফেলে নিজেদের মতো করে সংবাদ পরিবেশন করতে থাকে। তিনি বলেন আমি কংগ্রেসেই আছি, অন্য কোনও দলে যাচ্ছি না।শশী থারুর ইতিমধ্যেই ২০টি বই লিখেছেন।