ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল দেখছেন ক্লার্ক

বঙ্গবার্তা ব্যুরো,
যখন ক্রিকেট খেলতেন, ব্যাট করতেন জমিয়ে। তাঁর মুকুটে সাফল্যের অভাব নেই।
ক্রিকেট পরবর্তী জীবনে যখন তিনি ধারাভাষ্য দেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, এত নিখুঁতভাবে ক্রিকেটীয় বিশ্লেষণ করেন, যা চমকে দেয় দুনিয়াকে।
এমন ভাবনা ও মানসিকতার মেলবন্ধন আজ ফের দেখালেন মাইকেল ক্লার্ক। আজ বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে টাটা স্টিল ট্রেলব্লেজার্সের সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক ক্লার্ক। যেখানে তিনি চলতি চ্যাম্পিয়ান্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন। ঘোষণা করে দিলেন, আগামী ৯ মার্চ ভারত বনাম অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হবে চ্যাম্পিয়ান্স ট্রফিতে। আর এক রানে ফাইনাল জিতে ট্রফি হাতে তুলে নেবেন রোহিত শর্মা। ক্লার্কের কথায়, ‘যেভাবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ান্স ট্রফি অভিযান শুরু করেছে, তা দেখার পর একেবারেই অবাক নই আমি। হতে পারে স্টার্ক, কামিন্সদের না থাকার বোলিং শক্তি একটু কমেছে। কিন্তু ব্যাটিং শক্তি আগের মতোই রয়েছে। এই অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে বলেই আমার বিশ্বাস।’ আগামী ৯ মার্চ সেই ফাইনাল ম্যাচটা স্টিভেন স্মিথরা কাদের বিরুদ্ধে খেলবেন, জানিয়েছেন ক্লার্ক। তাঁর কথায়, ‘ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনালের অপেক্ষায় রয়েছি আমি। দুর্দান্ত একটা ম্যাচ হবে। আর ভারত জিতবে এক রানে।’
সত্যিই চ্যাম্পিয়ান্স ট্রফি ফাইনালে রোহিত বনাম স্মিথদের যুদ্ধ দেখা যাবে কিনা, সময় বলবে। তার আগে আজ ভারত অধিনায়ক রোহিতকে নিয়েও মুখ খুলেছেন ক্লার্ক। বলেছেন, ‘রোহিত যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ও জানে কখন ক্রিকেট থেকে সরে যেতে হবে। তাই ওর অবসরের সিদ্ধান্তটা ওর উপরই ছেড়ে দেওয়া ভালো।’ পাকিস্তানের বিরুদ্ধে দিন কয়েক আগে বিরাট কোহলি অপরাজিত শতরান করে প্রমাণ করেছেন, তাঁর মধ্যে ক্রিকেট বেঁচে রয়েছে। কোহলির ইনিংস নিয়ে ক্লার্ক বলছেন, ‘বিরাটের শতরান দেখে আমি একেবারেই অবাক নই। চাপ সামলে খেলতে জানে ও। পাকিস্তান ম্যাচের আগের দিন এক ঘণ্টারও বেশি আগে একাকী অনুশীলনে হাজির হওয়ার মাধ্যমে কোহলি প্রমাণ করেছে, ওর ক্রিকেট প্যাশন ও সাফল্যের খিদে।’