বঙ্গবার্তা ব্যুরো,
যুদ্ধের সমাধান করতে গিয়ে হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠকে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।জানা গিয়েছে, শুক্রবার বৈঠক শেষ না করেই হোয়াইট হাউস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান কীভাবে সম্ভব, সেই লক্ষ্যে শুক্রবারের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে হলে কিছু আপস করতে হবে ইউক্রেনকে। যা নিয়ে বাদানুবাদ হয় দুই রাষ্ট্রনেতার। কিন্তু শুক্রবারের ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান উদ্যোগে কিছুটা জল ঢেলে দিল বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ট্রাম্পের কথায়, চুক্তিবদ্ধ না হলে ইউক্রেনের সঙ্গে থাকবে না আমেরিকা। একাই তাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। তবে জেলেনস্কিও স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কোনওরকম সমঝোতায় রাজি নয়। জেলেনস্কি জানান যে ২০১৪ সালে পুতিন ইউক্রেনের বড় অংশ, পূর্বাঞ্চল এবং ক্রিমিয়া দখল করে নেন। তখন কেউই তাকে থামায়নি। তিনি মানুষ মেরেছেন। আমরা তার সঙ্গে অনেক আলোচনা করেছি, চুক্তি স্বাক্ষর করেছি। কিন্তু তিনি সেই চুক্তি ভেঙে দিয়েছেন, আমাদের মানুষ মেরেছেন।
তবে আশা সম্ভবত শেষ হয়ে যায় নি।মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘শান্তির জন্য সত্যিই জেলেনস্কি প্রস্তুত থাকলে তিনি আবার হোয়াইট হাউসে আসতে পারেন।’ উল্টে জেলেনস্কি জানান যে আমি খারাপ কিছু করিনি। তবে ট্রাম্পের মতই তিনিও আশা ছাড়তে নারাজ।তাঁর মতে আমেরিকার সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনও মেরামত করা সম্ভব।
ট্রাম্প-জেলেনস্কি তীব্র বাদানুবাদে হতেই পারল না খনিজ চুক্তি,তবে হাল ছড়লেন না কেউই
