বন্য পশু উদ্ধার কেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বঙ্গবার্তা ব্যুরো,
গুজরাটের ভান্তারা পরশু উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জামনগর জেলার প্রায় ৩০০০ হাজার একর জায়গা জুড়ে রয়েছে এই কেন্দ্র।রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সের ভিতরেই এই কেন্দ্র।
এই কেন্দ্রে ৪৩ প্রজাতির প্রায় ২০০০ পশু রয়েছে। যে সব বন্য প্রানী কোনও ভাবে আঘাত পায় বা পঙ্গু হয়ে পড়ে তাদের উদ্ধার করে এনে এখানে রাখা হয়। তাদের খেতে দেওয়া থেকে চিকিৎসা সব কিছুই এখানে করা হয়। শুধু পশুদেরই নয় এই কেন্দ্র থেকে স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের জীবন জীবিকার জন্যো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।
এই কেন্দ্র পরিদর্শন সেরে মোদী সোমনাথ মন্দির দর্শন করেন। তিনি এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।