বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই কানাডা, মেক্সিকো ও চিন থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সেই হুমকিই বাস্তবে রূপ নিল। ট্রাম্প ঘোষণা করেন, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে মঙ্গলবার থেকে। অবৈধ সীমান্ত পারাপার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সরবরাহ নিয়ন্ত্রণের জন্য ৩০ দিনের বিরতি শেষে এই শুল্ক কার্যকর করা হচ্ছে। পাশাপাশি, ট্রাম্প চিন থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার ঘোষণাও দেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এবং অর্থনৈতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজার বড় ধাক্কা খায়। ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৬৪৯.৬৭ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ ১০৪.৭৮ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ এবং ন্যাসড্যাক কম্পোজিট ৪৯৭.০৯ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ কমে যায়। মেক্সিকান পেসো ও কানাডিয়ান ডলারের মানও কমে যায়। ভারতের শেয়ার বাজারেও প্রভাব পড়ে, যেখানে নিফটি ৫০ সূচক ০.৬৪ শতাংশ কমে ২১,৯৭৯.৮৫ এবং বিএসই সেনসেক্স ০.৪৫ শতাংশ কমে ৭২,৭৫৩.৬৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া, টোকিও, হংকং ও সিডনির শেয়ার বাজারেও পতন দেখা গেছে।
ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চিনের উপর ট্যাক্স চাপানোর পরেই ধাক্কা,বিশ্ব বাজারে ধস
