নারী দিবসে রাজ্যে মেয়েদের ফুটবলের জন্য বিশেষ ভাবনা

বঙ্গবার্তা ব্যুরো,
নারী দিবসে মহিলাদের হব উন্নয়নে এক কর্মশালার আয়োজন করে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। মহিলা ফুটবলের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন আইএফএর টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ।

এই কর্মশালায় নিজেদের মতামত ব্যক্ত করেন মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি মল্লিক, মহিলা রেফারি ও ম্যাচ অ্যাসেসর অনামিকা ঘোষ, প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক ভ্রমর দত্ত দেবনাথ, রেফারি কণিকা বর্মণ। উপস্থিত ছিলেন মহিলা ফুটবলের বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও ফুটবলাররা।

তারাও বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেন। এছাড়াও আয়োজকদের তরফে উপস্থিত ছিলেন আইএফএর যুগ্ম সহ সচিব মহম্মদ জামাল , বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি ও সিইও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়।