টিকিটের দাম কমতে পারে, উদ্বোধনে থাকবেন শাহরুখ

বঙ্গবার্তা ব্যুরো,
আইপিএলের বল গড়াতে আর সাতদিন বাকি। সব দলই ব্যস্ত প্রস্তুতিতে। চূড়ান্ত প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেওয়ায় সকলেই ব্যস্ত । কলকাতা নাইট রাইডার্সের “করব লড়ব জিতব” স্লোগান দলের মানসিকতার পরিচয়। ২২মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। সেদিনই নাইটরা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

উদ্বোধনের দিনে শাহরুখ খান উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের গান এবং রনবীর সিংয়ের পারফরম্যান্স করারও কথা রয়েছে। তবে এই খবরের সিলমোহর এখনও আসেনি। ইতিমধ্যে আইপিএলের টিকিটের দাম কমানোর ইঙ্গিত সিএবি সুত্রে মিলেছে।টিকিটের সর্বনিম্ন মূল্য নশো টাকা। সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা। দুটোই কমতে পারে।