বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, নারী নির্যাতন এমন জায়গায় পৌঁছেছে যে এবার মধ্যরাতে পথে নামতে বাধ্য হল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। শনিবার মধ্যরাতে মশাল হাতে প্রতিবাদে নামল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন।মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে বের হন, পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও বেরিয়ে আসেন। শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শনিবার রাত ১টা নাগাদ।যদিও এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার সময় বেগম রোকেয়া হলের সামনেও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।বিক্ষোভে স্লোগান দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গত রাত পৌনে ২টো নাগাদ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই স্লোগান দিতে থাকে। শনিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের প্রকাশ্যে ফাঁসির দাবি তুলছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
লাগাতার হিংসা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ
