১৫০ ভুয়ো ভোটার ধরেছেন দাবি কাউন্সিলরের

বঙ্গবার্তা ব্যুরো,
ভোটের এখনও অনেক বাকি। তার আগেই ভুয়ো ভোটার নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে উঠেছে। এই তরজার কেন্দ্রে রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর।
নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সম্মেলন থেকে মমতা দলের নেতা- কর্মীদের ভোটার লিস্ট সংশোধনের কাজ গুরুত্ব দিয়ে করার নির্দেশ দেন। জেলা জেলায় এর জন্য গড়া হয় কমিটি।
নেত্রীর নির্দেশ পেয়েই ফিরহাদ হাকিম ভবানীপুর কেন্দ্র থেকেই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করে দেন। তরজার শুরুও সেই থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ আসলে তৃণমূল ভোটার লিস্টে বাংলাদেশীদের নাম ঢোকানর জন্য এইসব করছে।
এদিকে ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এই ওয়ার্ডেই বহু ভুয়ো ভোটারের হদিস পাওয়া গেছে।তিনি বলেন এমন একাধিক উদাহরণ সামনে আসছে যাতে দেখা যাচ্ছে ঠিকানা এখানকার কিন্তু সেখানে বছরের পর বছর কেউ থাকেন না। কিন্তু ভোটের সময় ভোট ঠিক দিয়ে যাচ্ছেন।তিনি জানান এখনও পর্যন্ত এমন প্রায় ১৫০ জনকে চিহ্নিত করা গেছে।

03:22