বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লীতে ১৯৮৪র শিখ বিরোধী দাঙ্গায় সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিল আদালত। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে। মূলত শিখদের বিরুদ্ধেই এই দাঙ্গা হয়। বহু মানুষ হতাহত হন। তেমনই এক ঘটনায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে দিল্লির বিশেষ আদালত। ১২ই ফেব্রুয়ারি তাঁকে দোষী সাব্যস্ত করা হলেও সাজা শোনানো হয় নি। মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক কাবেরী বাভেজা সাজা ঘোষণা করেন। তিনি সজ্জন কুমারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।তার বিরুদ্ধে ফাঁসির আর্জি খারিজ করে দেয় আদালত।
আদালত জানিয়েছে ১৯৮৪ সালের ১ লা নভেম্বর দক্ষিণ দিল্লির সরস্বতী বিহারে পিতা-পুত্রকে খুনের ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন সজ্জন কুমার। দিল্লিরই অন্য আরও একটি খুনের ঘটনাতেও সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
সরস্বতী বিহারের বাসিন্দা যশবন্ত সিং এবং তাঁর ছেলে তরুণদীপ সিংকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সজ্জন। তাঁর বিরুদ্ধে এক পরিবারের পাঁচ সদস্যকে হত্যা এবং এলাকার একটি গুরদ্বার জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ। ওই এলাকায় শিখ বিরোধী দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।প্রায় চার দশক পরে দিল্লি দাঙ্গায় সাজা পেলেন ৭৯ বছরের সজ্জন কুমার।
দিল্লীতে শিখ বিরোধী দাঙ্গায় আমৃত্যু কারাদণ্ড সজ্জন কুমারের
