ডাবল হ্যাট্রিক পরিনীতার এ সপ্তাহেও তালিকার শীর্ষে

পরিণীতা


বঙ্গবার্তা ব্যুরো,
দর্শক মনে জায়গা ধরে রেখেছে বাংলা ধারাবাহিক ‘পরিনীতা’। নম্বর একটু কমলেও প্রথম স্থান থেকে তাকে সরাতে পারেনি অন্য কোনও সিরিয়াল। প্রথম পাঁচে এবার একটু পিছিয়ে গেল ‘কথা’। অন্যদিকে নিজের জায়গা কিছুটা তুলতে পেরেছে জগদ্ধাত্রী। এবার তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে এক সময়ের সেরার জায়গা পাওয়া ‘ফুলকি’। এছাড়াও প্রথম পাঁচে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘গীতা এল এল বি’।
বাংলা সিরিয়ালের গল্পে এখন এক ঘেঁয়েমির অভিযোগ তুলছেন দর্শকেরা। তাছাড়াও অধিকাংশ সিরিয়ালেই চলে দৃষ্টিকটূ ভাবে অনুকরণ। যেমন কোনও সিরিয়ালের নায়িকা যদি অসুস্থ হয়ে হুইল চেয়ার নেন, তাহলে নিশ্চিত ভাবে তার প্রতিদ্বন্দ্বী সিরিয়ালের নায়িকাও কিছু দিনের মধ্যেই হুইল চেয়ার নেবেন। দর্শকদের কাছে এই সব এখন খুবই হাস্যকর লাগে। যাই হোক এবার এক নজরে এ সপ্তাহের প্রথম সেরা দশ সিরিয়ালের তালিকা দেখে নেওয়া যাক।
প্রথম পরিনীতা
দ্বিতীয় ফুলকি
তৃতীয় জগদ্ধাত্রী
চতুর্থ কোন গোপনে মন ভেসেছে
পঞ্চম গীতা এল এল বি
ষষ্ঠ কথা
সপ্তম রাঙামতি তীরন্দাজ
অষ্টম মিত্তির বাড়ি
নবম উড়ান
দশম গৃহপ্রবেশ