বঙ্গবার্তা ব্যুরো,
বাংলা সিরিয়ালের অনেকগুলির সময় বদল হয়েছে। আবার বেশ কয়েকটি নতুন ধারাবাহিকও আসছে। এ সবের মাঝেও নিজের এক নম্বর জায়গা ধরে রাখল পরিনীতা।
প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের টি আর পি তালিকা প্রকাশ হয়। সব সিরিয়াল নির্মাতা তাই চায় তালিকার ওপরের দিকে থাকতে। নিদেন পক্ষে প্রথম পাঁচে জায়গা পেতে চায় সবাই। এই জায়গা পাওয়ার লড়াইয়ে বহু সিরিয়ালেই নিত্য নতুন চমক থাকে। বহু অদল বদল সত্ত্বেও বাংলা সিরিয়ালের এক নম্বর জায়গা ধরে রেখেছে পরিনীতা। নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থান এবারেও জগদ্ধাত্রী সিরিয়ালের। তিন নম্বর স্থানে রয়েছে দুটি সিরিয়াল। রঙামতি তীরন্দাজ আর ফুলকি।
চার নম্বর জায়গায় আছে কোন গোপনে মন ভেসেছে। নম্বর কমে পাঁচে জায়গা পেছে গীত এল এল বি। ছয় নম্বর জায়গাতেও রয়েছে দুটি সিরিয়াল। কথা আর উড়ান। সাতে মিত্তির বাড়ি। আটে গৃহপ্রবেশ।নয়ে আনন্দী । তালিকার শেষে অর্থাৎ দশ নম্বরে জায়গা পেয়েছে চিরসখা।
সময় বদলালেও জায়গা বদলালো না পরিনীতার
