প্রতুল মুখোপাধ্যায়ের গান নতুন ভাবে আনতে চায় শোভন


বঙ্গবার্তা ব্যুরো,
ইদানিং বাঙালির জীবনে দুটি বিষয় যেন সমার্থক হয়ে গিয়েছিল। এক ভাষা দিবস আর প্রতুল মুখোপাধ্যায়ের গান। খালি গলায় তাঁর গাওয়া আমি ‘বাংলায় গান গাই’ ছাড়া যেন ভাষা দিবস উদযাপন পূর্ণ হত না। প্রতুল মুখোপাধ্যায় চলে গিয়েছেন। রেখে গেছেন তাঁর অজস্র গান।তার মধ্যে এই গানটি এখনও সবার মুখ মুখে ফেরে। সেই গানকেই এবার নতুন আঙ্গিকে পরিবেশন করছেন আর এক সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।তিনি স্বীকার করেছেন প্রতুল মুখোপাধ্যায়ের সেই গান সঙ্গীত প্রেমীদের মনে যে জায়গা পেয়েছে তা চিরদিনই থাকবে। তবুও তিনি তাকে একটু নতুন আঙ্গিকে আর একটু বিস্তৃত ভাবে শ্রোতাদের কাছে তুলে ধরতে চান।
শোভনের এই নতুন গানে বাংলার বিভিন্ন জেলার তার নিজস্ব বাচন ভঙ্গিতে পরিবেশন করা হবে।আমাদের রাজ্যে বিভিন্ন জেলার মানুষ কথা বলেন একটু আলাদা আলাদা ভাবে। সেই বিভিন্নতাকেই তিনি এই গানে জুড়ে দিতে চেয়েছেন। গানে কলকাতা ,পুরুলিয়া, বীরভূম, মালদা এবং কোচবিহারের বাচন শৈলী যেমন জায়গা পেয়েছে তেমনই ওইসব জেলার ভিন্ন ভিন্ন নাচের ঘরানাও রাখা হয়েছে।