বঙ্গবার্তা ব্যুরো,
চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রার মৃত্যু তদন্তে নতুন মোড়। তাঁর গাড়ির চালকের বয়ানে নতুন তথ্য উঠে এল। পুলিশকে তিনি জানিয়েছেন ম্যাডামের কথাতে তিনিই ঐ সাদা গাড়িকে ধাওয়া করেছিলেন। এতদিন বলা হচ্ছিল সুতন্দ্রাদের গাড়িকেই ওই সাদা গাড়ি তাড়া করছিল। বাঁচার জন্য তারা দ্রুতবেগে গাড়ি চালাচ্ছিল।
এদিন সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা পুলিশকে জানিয়েছেন, ম্যাডামই ওই গাড়িকে ধাওয়া করতে বলেছিলেন। তবে ওই সাদা গাড়ি তাদের গাড়িতে ধাক্কা দিয়েছিল। হয়ত সেই কারণেই সুতন্দ্রা ওই গাড়িকে ধাওয়া করতে বলে। রাজদেও শর্মা জানিয়েছেন তাঁদের গাড়ি প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল। সাদা গাড়ি বড় রাস্তা ছেড়ে একটি অন্য রাস্তায় ঢুকে গেলে তিনি আর নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। গাড়িউল্টে যায়।
এদিকে সুতন্দ্রার মা বলেছেন কে যে কাকে ধাওয়া করছিল কিছু বুঝতে পারছি না। কাউকেই বিশ্বাস করতে পারছি না। একটা সি সি টি ভি ফুটেজে দেখা যাচ্ছে সুতন্দ্রাদের গাড়ি সাদা গাড়ির পিছনে রয়েছে। তাহলে কোন গাড়ি কাকে ধাওয়া করছিল? এবার সুতন্দ্রার গাড়ির চালকের বয়ানের সঙ্গে পুলিশের বক্তব্য মিলে যাচ্ছে। তদন্ত চলছে।
সুতন্দ্রা্র গাড়ির চালকের বয়ানে তদন্তে নতুন মোড়
