বঙ্গবার্তা ব্যুরো,
বিধায়িকা চ্যাটার্জি যা বলেছেন সংসদ ও আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার জন্য তিনি কি ক্ষমা চাইবেন, তিনি কি কিছু ভাবছেন ? নাকি আইন অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য আদালত রত্নার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করবে?
রত্না চ্যাটার্জির আইনজীবীর কাছেই জানতে চাইলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। বেলা ১ টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে রত্না চ্যাটার্জিকে।
আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী জয়দীপ কর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও সওয়াল করতে গিয়ে বলেন, রত্না চ্যাটার্জি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটিখেয়েছেন। এটা কি ধরনের কথা? এটা কি রাজনৈতিক খেলা? রত্না বলেছেন, কল্যাণ দাই বলেছিলেন শোভনকে ডিভোর্স দিবি না। একজন আইনজীবী তার ক্লায়েন্ট কে পরামর্শ দিয়েছেন। সেগুলো নিয়ে এখন তার বদনাম করা হচ্ছে? এটা আইনের দৃষ্টিতে ফৌজদারি অপরাধের সমান।অবিলম্বে আদালত অবমাননার রুল জারি করুন বিচারপতি আর্জি তাদের।
অন্যদিকে রত্না চ্যাটার্জির আইনজীবীর বক্তব্য তিনি যতদুর জানেন রত্না চ্যাটার্জির আপত্তি কেন এই মামলায় রত্না চ্যাটার্জির বাবা কালারফুল পারসন বলে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য দুপক্ষের বক্তব্য শোনার পর আইনজীবীকে বেলা ১ টার মধ্যে রত্না চ্যাটার্জির এই মুহুর্তে কি অবস্থান তা জানাতে নির্দেশ দিয়েছেন।
শোভনকে ঘিরে অশোভন রত্না কল্যাণের লড়াই
