কালীঘাটের কাকুর জামিন রয়েছে একাধিক শর্ত

বঙ্গবার্তা ব্যুরো,

এবার কলীঘাটের কাকুও জামিন পেয়ে গেলেন। প্রাথমিক নিয়োগ মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র মূলত শারীরিক করণ দেখিয়েই অন্তর্বতী জামিন পেয়েছেন। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করে।

এর আগে বহু টাল বাহানার পর তাঁর কণ্ঠস্বরের নমুনা নিতে পেরেছে সি বি আই। এই মামলায় অপর অভিযুক্ত কুন্তল ঘোষের গলার স্বরের নমুনাও সংগ্রহ করা হবে।জামিন পেলেও এখন বেহালার বাড়ি থেকে বেরতে পারবেন না কাকু। তাঁর আইনজীবী ছাড়া অন্য করোর সঙ্গে দেখাও করতে পারবেন না। সি বি আই এর কাছে তাঁকে দুটি মোবাইল নম্বর দিতে হবে।আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী তাঁর ভগ্ন স্বাস্থ্যের কথা তুলে ধরেন। আদালতকে তিনি জানান ,সুজয়কৃষ্ণের অ্যাঞ্জিওপ্লাস্ট করাতে হবে। প্রধানত তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত্র রিপোর্ট খতিয়ে দেখেই আদালত অন্তর্বতী জামিন মঞ্জুর করে। এই মামলার পরের শুনানি হবে ২০ মার্চ।

06:47