“যদি কেহ ইহার (বাণীর) সহিত আর কিছু যোগ বা হরণ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থের লিখিত আঘাত সকল যোগ করিবে ।
(বাইবেল, প্রঃ কাঃ 22/29)
“সেই সকল লোক হইতে দূরে থাক যারা আল্লাহর নামকে বিকৃত করিয়া দিতেছে । শীঘ্রই তারা তাদের প্রতিফল পাইবে ।”
(সুরা আরাফ, 180 আয়াত)
“যখনই যাহার চরিত্রে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি দেখিব তখনই তাহার লাখগুণও কিছুতেই আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না। আমি জানিব তাহার যা কিছু দেখা যায় সবগুলি একটা ভয়ানক সাজান গুছান কপট ভণ্ডামী ছাড়া আর কিছুই নয় ।”
(আঃ প্রঃ, পঞ্চম খন্ড ১৪৯ পৃষ্ঠা)
।। পুরুষোত্তমদের আদর্শ বিকৃত করলে কি হয় ? ।।
