আজকের দিন

শুধু রাশি নয়, মানুষের জীবনে প্রতিটি মুহূর্ত জুড়ে আছে

গ্রহ নক্ষত্র ও তিথি

গ্রহের প্রসন্নতা বা গ্রহ বৈগুণ্য হেতুই মানুষের বল, বুদ্ধি, সৌন্দর্য্য, ঐশ্বর্য্য, জ্ঞান, ধর্ম ও সুখ দুঃখের তারতম্য ঘটে। গ্রহ প্রভাবে কেউ কাঙ্গাল কেউ সম্রাট।

জন্মান্তরে ও ইহ জীবনের কর্মফলেই গ্রহগন শুভ বা ক্রুর ভাবাপন্ন হন। যিনি যে ধর্ম জাতিরই মানুষ হোন গ্রহকে প্রসন্ন বা অনুকূল না রাখতে পারলে বিপদ থেকে রক্ষা নেই।

এই গ্রহকে প্রসন্ন ও অনুকূল করার নয়টি উপায়
সেগুলি হলো –

গ্রহযোগ , গ্রহহোম, গ্রহপূজা , গ্রহস্নান, গ্রহরত্ন ধারণ, গ্রহৌষধ ধারণ, গ্রহ কবচ ধারণ, গ্রহমন্ত্র জপ এবং গ্রহ স্তব ও প্রণাম।

এই স্তব ও প্রণামে গ্রহ দেবতারা সবচেয়ে প্রসন্ন হন, বা সুদৃষ্টি দেন।
জানিয়ে রাখি

গ্রহ গণের মধ্যে মঙ্গল, শনি এবং রাহু ও কেতু স্বভাবতই ক্রুর প্রকৃতির, তাই তারা বিরূপ হলে মানুষের দুঃখের আর অন্ত থাকবে না।
এই গ্রহ দেবতার মধ্যে শনির দৃষ্টি ভয়াবহ, তারই দৃষ্টিতে দেবাগ্র পূজ্য গণপতির মুন্ড ছিন্ন হয়ে গজানন হয়েছিল। ফলে মানুষ তো দুর অস্ত, স্বয়ং দেবতারাও এই গ্রহের কোপ দৃষ্টি হতে রক্ষা পান না।

বঙ্গবার্তায় আপনাদের বৃদ্ধি রক্ষা ও মঙ্গল কামনায় গ্রহ শান্তির সংক্ষিপ্ত মন্ত্র প্রতিদিন সকালে
স্নানের পর এই মন্ত্র পাঠ করুন

:আজ রবির দিন, রবি গ্রহকে প্রীত করতে এই স্তব করুন :

ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

ওঁ ক্ষত্রিয়ং কাশ্যপং রক্তং কলিঙ্গং দ্বাদশাঙ্গুলং,
পদ্ম হস্তদ্বয়ং পূর্বানং –
সপ্তাস্ববাহনম।।

এই মন্ত্র দশবার জপ করুন।
তারপর প্রণাম মন্ত্র পাঠ করুন

জবাকুসুম সঙ্কাশং, কাশ্যপেয়ং
মহাদ্যুতিং, ধ্বন্তারিং সর্ব পাপঘনং
প্রনতোহস্মি দিবাকরং ।।

রবি গ্রহের কৃপায় আপনার দিনটি শুভ সম্ভাবনাময় হয়ে উঠুক

00:45