Published By Subrata Halder, 22 May 2025, 07:12 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
উত্তর কোরিয়ায় একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটলো একটি গুরুতর দুর্ঘটনা। উদ্বোধনে ছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।তবে যুদ্ধ জাহাজ উদ্বোধনের ব্যর্থতায় তিনি ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। তিনি বলেন এই ঘটনা মেনে নেওয়া যায়না, শাস্তি যোগ্য অপরাধ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে,পাঁচ হাজার টন ওজনের যুদ্ধজাহাজটির উদ্বোধনের ব্যর্থতা প্রত্যক্ষ করেন কিম। এই ঘটনা অবহেলার ফল বলে উল্লেখ করেন যা দেশের সম্মানে আঘাত হেনেছে। তিনি নির্দেশ দেন, জুন মাসে শাসক দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জাহাজটির কাজ শেষ করতে হবে। প্রতিবেদনে কোনো প্রাণহানির কথা উল্লেখ করা হয়নি।
কেসিএনএ জানায়, উত্তর পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে ঘটনার সময় জাহাজটি সঠিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচের কিছু অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, কিম জং উন কড়া ভাষায় জানিয়েছে এটি একটি গুরুতর দুর্ঘটনা এবং অপরাধমূলক কাজ যা চরম অবহেলা, দায়িত্বহীনতা ও অবৈজ্ঞানিক অনুমানের ফল। এটি অকল্পনীয় এবং মেনে নেওয়া যায় না। কিম জং উন বলেন, এই দুর্ঘটনা আমাদের রাষ্ট্রের মর্যাদা ও আত্মমর্যাদাকে ভেঙে ফেলেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, যুদ্ধজাহাজটি জলে এক পাশে কাত হয়ে পড়ে আছে। সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ-এর মুখপাত্র লি সুং-জুন জানান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পূর্বেই জাহাজ সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ করছিল। উত্তর কোরিয়া অতীতে মহাকাশযান উৎক্ষেপণ ব্যর্থতা এবং বেসামরিক দুর্যোগের মতো দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। তবে জং এর মুখে শাস্তির কথা শুনে ভীত কারিগরি কর্মীরা।