ক্যালিফোর্নিয়ার দাবানল এখনও ভয়াবহ, ফায়ার টর্নেডোর শঙ্কা

বঙ্গবার্তা ব্যুরোঃ আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল এখনও ভয়াবহ পর্যায়ে। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন যুদ্ধে পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে। আগুন সেখানে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে।এখনও কোনোভাবেই না থামা শুষ্ক ঝোড়ো বাতাসে বড় মুখোমুখি দমকল কর্মীরা। এরমধ্যেই, তীব্র বাতাসে উত্তপ্ত কয়লা থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন তাঁরা। আগুন রুখতে ব্যবহার করা ফস-চেকের গুঁড়োয় ছেয়ে গেছে শহরের ঘরবাড়ি ও রাস্তা।পোড়া গন্ধ, ভস্মীভূত ছাই ও রাসায়নিক গুঁড়ো সব মিলিয়ে গোটা এলাকার বাতাস এখন চরম অস্বাস্থ্যকর।
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট–পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস।জ্বলতে থাকা আগুন অর্ধেকও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ।তবে বাইরে থেকে দমকল কর্মীরা আসায় কাজে গতি এসেছে বলে জানানো হয়েছে।ভয়াবহ দাবানলে লক্ষ মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।ক্ষতিগ্রস্ত হলেও প্যালিসেডস ও ইটনে নিজেদের এলাকায় ফিরতে মুখিয়ে আছেন হাজারো বাসিন্দা।
দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে।প্রায় ৬৫ লক্ষ মানুষ গুরুতর হুমকির মুখে।এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেইডসের আগুনে ২৩ হাজার ৭১৩ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল বা ১১২ কিলোমিটার হওয়ার পূর্বাভাস রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম।গোটা অঞ্চলে ৯ মাস ধরে বড় আকারে কোনো বৃষ্টি হয়নি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘ফায়ার টর্নেডোর’ আশঙ্কা রয়েছে। এটি এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানলের জেরে অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে হয়ে যায়।