বঙ্গবার্তা ব্যুরো,
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন কিন্তু তাও শাস্তি এড়াতে পারলেন না ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। প্রথম টেস্ট শেষ হওয়ার আগেই শাস্তির মুখে পড়লেন সহ অধিনায়ক। কারণ, চতুর্থ দিনে
ম্যাচ যখন ৬০ ওভারে তখন দেখা গেল বল বদলের জন্য আম্পায়ারকে অনুরোধ করছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। কিন্তু আম্পায়ার বল পরীক্ষা করে জানান, বলে কোনও সমস্যা নেই, তাই আবেদন খারিজ করে দেন। কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি টিম ইন্ডিয়া তারকার। বল ফেরত নিয়ে যাওয়ার পথে দেখা যায়, রাগের মাথায় জোরে বল ছুড়ে দেন প্রতিপক্ষ ব্যাটারের দিকে। ।
এই ঘটনার জেরে ভারতের সহ অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মাঠের দুই আম্পায়ার ক্রিস গাফানি ও পল রাইফেল , তৃতীয় আম্পায়ার শরফুদ্দুলা ইবনে শাহিদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস । এরপরেই ব্যবস্থা নেন ম্যাচ রেফারি।
আইসিসির নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, লেভেল ১ অপরাধ করেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। যেটি হলো মাঠে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করা। এর জন্য কঠোর শাস্তি পেতে হল পন্থকে। ২৪ মাসের মধ্যে প্রথম বার এমন করায় নির্বাসিত করা হয়নি। আগামী ২৪ মাসের মধ্যে যদি আবার কোনও নিয়মভঙ্গ করেন পন্থ, তা হলে বড় শাস্তি পেতে হবে তাকে।
আইসিসির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পন্থ দোষ স্বীকার করেছেন এবং আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই টেস্টে জোড়া শত রান করে পন্থ একাধিক নজির গড়েছেন পাশাপাশি রেকর্ড সৃষ্টি করেছেন কিন্তু নিজের মেজাজের জন্য শাস্তি পেতে হল তাকে।
জোড়া সেঞ্চুরি করেও শাস্তির মুখে ঋষভ পন্থ, কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি
