টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে আইসিসি

বঙ্গবার্তা ব্যুরো,
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর মধ্যে উল্লেখযোগ্য টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লের বিষয়টি। এই ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে আর পূর্ণ ওভারের নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার প্লে।

আগামী ২রা জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।
প্রচলিত নিয়মে ২০ ওভারের ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার প্লে থাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে গেলে, পূর্ণ ওভারে পাওয়ার প্লে নির্ধারণ করা হয়। নতুন নিয়মে সেটি আর থাকছে না।


যেমন ম্যাচ ৮ ওভারে নেমে এলে পাওয়ার প্লে হবে ২.২ ওভার, যেখানে কেবল দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে। ৯ ওভারের ইনিংসে পাওয়ার প্লে হবে ২.৪ ওভার। এতে পাওয়ার প্লের অনুপাত ইনিংসের মোট দৈর্ঘ্যের কাছাকাছি, প্রায় ৩০ শতাংশ বল থাকবে পাওয়ার প্লে।


আইসিসি জানাচ্ছে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকেই আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করছে।