বঙ্গবার্তা ব্যুরো,
দলের ভারাডুবি কাটিয়ে ঘুর দাঁড়ানোর কাজ শুরু করে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি দলের নির্বাচিত ২২জন বিধায়কের সঙ্গে বৈঠকে মিলিত হন।কেজরিওয়ালের ফিরোজশা রোডের বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেন। আতিশী বলেন, কেজরিওয়াল দলের বিধায়কদের মানুষের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য তাঁদের যথাসাধ্য চেষ্টা করার কথাও বলেছেন কেজরিওয়াল। আতিশী বলেন বিধানসভায় আপ গঠনমুলক বিরোধীর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা নজর রাখবে বিজেপি যেন তাদের প্রতিশ্রুতি পালন করে।
ভোটের প্রচারে বিজেপি মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আতিশী বলেন মার্চের ৮ তারিখ সেই টাকা দিল্লির মহিলারা পেলেন কিনা সেদিকে তাঁদের নজর থাকবে। এর পাশাপাশি তিনি বলেন ৩০০ ইউনিট পর্যন্ত যে ফ্রী বিদ্যুৎ আপ দিত তাও অব্যাহত রাখতে হবে বিজেপিকে। গত দশ বছরে আপ সরকার দিল্লির মানুষকে বিনামূল্যে যেসব পরিষেবা দিত তা যাতে বিজেপি সরকার বন্ধ করতে না পারে আপ বিধায়করা সে বিষয়ে নজরদারি চালাবে। আতিশী জানিয়েছেন, বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন তা পরিষদীয় দলের বৈঠকেই ঠিক হবে।