
এইচ এম পি ভাইরাস নিয়ে চিন্তার কোন কারণ নেই। এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি ওই ভাইরাস অতটা মারাত্মক নয়। কিছু প্রাইভেট চক্র আছে তারা সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এইসব করছেন। সামান্য জ্বরের জন্য বেসরকারি হাসপাতাল মোটা টাকা বিল করছে। এটা ঠিক নয়। আমরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করেছি সাধারণ মানুষের জন্য যাতে চিকিৎসা হয়। আজ দুপুরে গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে ফেরার পথে ডুমুরজলা হেলিপ্যাডে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সম্প্রতি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করার আজও প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস। এই প্রসঙ্গে আর মুখ্যমন্ত্রী বলেন উনি যা বলেছেন ঠিক বলেছেন।