তিব্বতে তীব্র ভূমিকম্প, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ প্রথমবার কম্পন ধরা পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। তার কিছুক্ষণ পর কেঁপে ওঠে শিজাং। একাধিক কম্পন অনুভূত হয় এই এলাকায় অঞ্চলে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৭। সকাল ৭টা ২মিনিটে সেই কম্পনটি হয়। মিনিট পাঁচেক পরে সকাল ৭টা ৭মিনিট নাগাদ তৃতীয় কম্পন হয়, যার তীব্রতা ছিল ৪.৯। মিনিট ছয়েক পর পরে আরও একটি কম্পন অনুভূত হয়। যার তীব্রতা ছিল ৫। এর প্রভাব ভারতেও ধরা পড়ে। দিল্লি, বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে তিব্বতে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। নেপাল এবং ভুটানের বেশ কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে।
এদিন ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে তিব্বত ও পার্শ্ববর্তী এলাকার লোকজন ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসছে বাধ্য হন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে বহু লোকের প্রাণহানি ঘটতে পারে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে।