বঙ্গবার্তা ব্যুরো,
ইরানে হামলা চালানোর পেছনে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য ছিল, সেটি সফল হবার পরেই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানাল ইজরায়েল। আজই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে ইজরায়েল। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বিমুখী হুমকি দূর করেছে। ইজরায়েলি হামলায় ইরানের সামরিক ক্ষেত্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু সরকারি ভবন ও অঞ্চল প্রায় বিধ্বস্ত।
মঙ্গলবার ভোররাতে ইজরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়। এই হামলায় বাসিজ বাহিনীর কয়েকশ সদস্যের মৃত্যু হয়েছে। ইরানে বিক্ষোভ দমন করতে খোমেনি সরকার এই মিলিশিয়া বাহিনীকেই ব্যবহার করে আসছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষায় সহযোগিতা এবং ইরানের পারমাণবিক হুমকি থামাতে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইজরায়েল।
আল জাজিরা সূত্রের খবর সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদের প্রধানের সঙ্গে সোমবার রাতে আলোচনা করেন। মন্ত্রিসভার সঙ্গেও আলোচনা হয় নেতানিয়াহুর। সেখানে তিনি দাবি করেন, অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য তো বটেই তার চেয়ে বেশি কিছু অর্জন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইজরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ইরানের আরও একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করারও দাবি করেছে ইজরায়েল। তবে ইজরায়েল এই বিবৃতি দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
নেতানিয়াহু সরকারের বিবৃতি হামলার লক্ষ্য পূরণ হয়েছে, যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল:
