পাকিস্তানে পেশোয়ার গামী ট্রেন হাইজ্যাক বালোচ জঙ্গীদের, উদ্ধারে নামল সেনাবাহিনী

বঙ্গবার্তা ব্যুরো,
টান টান উত্তেজনা। পাকিস্তানে বালোচ জঙ্গিদের হাইজ্যাক করা ট্রেন থেকে যাত্রীদের উদ্ধারে নামল সেনা। বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা হয়েছিল জাফর এক্সপ্রেস ট্রেন।পথে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। প্রথমে জঙ্গিরা রেললাইন উড়িয়ে দেয় এবং ট্রেন থামতে বাধ্য করে। এরপর তারা ট্রেনে উঠে পড়ে হাইজ্যাক করার কথা জানায়। এই মুহূর্তে, বালুচ লিবারেশন আর্মি-র হাতে অপহৃত শতাধিক রেলযাত্রীর প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা।


প্রাকৃতিক ভাবে সবচেয়ে সম্পদশালী এই বালুচিস্তান কিন্তু বালোচ নাগরিকদের ব্যবহারের জন্য থাকছে না বলে তোপ দেগেছে বিএলএ। বালোচ লিবারেশন আর্মির অভিযোগ পাকিস্তান সরকার বালুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ লুঠ করে নিয়ে যাচ্ছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি তৈরির পরে সেই লুট আরও বেড়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে জমা হওয়া ক্ষোভ থেকেই বালোচ জঙ্গিদের এই হানা বলে মনে করা হচ্ছে।
বিএলএ-এর মুখপাত্র জিয়ান্দ বালোচের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনী যদি কোনো অভিযান চালায় তবে পণবন্দীদের দের হত্যা করা হবে। বালুচিস্তান সরকার জরুরি ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি এবং পরিস্থিতি মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সক্রিয় করেছে।ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তান জুড়ে। চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে অপহরণ করা ট্রেনের কাছে পৌঁছে গিয়েছে পাক নিরাপত্তাবাহিনী। গুলির আওয়াজও মিলেছে বলে পাক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। তুমুল উত্তেজনা এই ট্রেন হাইজ্যাক কান্ড ঘিরে।