পীযুষ aচক্রবর্তী,
বানতলায় ম্যানহোলে নেমে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ঠিকাদার আলিমুদ্দিন শেখ। রবিবার রাতে তাঁকে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ গ্রেফতার করে। আলিমুদ্দিনের ওই তিন শ্রমিককে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা থেকে এনে কাজে লাগিয়েছিলেন।
রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ম্যানহোলে ড্রেন পরিষ্কার নেমেছিলেন ফরজেম শেখ। দীর্ঘক্ষণ ম্যানহোল থেকে না ওঠায় ফরজেমের খোঁজে সেখানে নামেন আর এক শ্রমিক হাশিবুর শেখ। তারা দুজনই ড্রেনের ভিতর থেকে না ওঠায় সেখানে নামেন আর এক শ্রমিক সুমন সর্দার। ওই তিনজনই নিকাশি নালার বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়। ওই ঘটনায় ঠিকাদারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন শ্রমিকদের ম্যানহোলের ভিতর কাজ করানো হয়েছিল সেই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহল থেকে। জানা গিয়েছে, ওই তিনজনের মধ্যে সুমনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়, বাকি দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। ঘটনায় গ্রেফতার ঠিকাদার
বানতালার শ্রমিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার ঠিকাদার
