বঙ্গবার্তা ব্যুরো,
বিএসএফের কড়া নজরদারিতে, উদ্ধার হল বিপুল পরিমাণে হেরোইন।
জানা যায়,গোপণ সূত্রে খবর পেয়ে বিএসএফ লালগোলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। আর সেই অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের ওজন ২ কেজি ৩০৬ গ্রাম। এরপাশাপাশি কিছু ওষুধও উদ্ধার করা হয়। তবে কেউ গ্রেফতার হয় নি। উদ্ধার হওয়া হেরোইন লালগোলা থানার হাতে তুলে দেওয়া হবে। এরপরেই সীমান্ত এলাকায় নজরদারী আরো জোরদার করা হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ মাদক আটক বিএসএফের
