পীযুষ চক্রবর্তী,
বেআইনি নির্মাণের একাংশ ভাঙতে গিয়ে আক্রান্ত পুরসভার কর্মীরা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মেটিয়াব্রুজ এলাকায়। জানা গিয়েছে, ১৩৮ নম্বর ওয়ার্ডের একটি ৮ ছটাক জমিতে থাকা বাড়ির বর্ধিত অংশ ভাঙতে যান পুরসভার কর্মীরা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু মানুষ। পুরসভার কর্মীরা যাওয়া মাত্র উপস্থিত লোকজনদের সঙ্গে বচসা শুরু হয়। উপস্থিত লোকজন পুরসভার কর্মীদের ধাক্কাধাক্কিও করতে থাকেন বলে অভিযোগ।
পুরসভা সূত্র জানা গিয়েছে, ১৩৮ নম্বর ওয়ার্ডে ওই একতলা বাড়িটির বেশ অনেকটা অংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সেই বেআইনি অংশই ভাঙতে এদিন সেখানে যান পুরসভার কর্মীরা। ওই বাড়িতে পুরসভার কর্মীরা যাওয়া মাত্র সেখানে উপস্থিত হন স্থানীয় বেশ কিছু লোক। বেআইনি অংশ ভাঙার কথা বলা মাত্রই উপস্থিত লোকজন পুর কর্মীদের ওপর মারমুখি হন। ধাক্কাধাক্কি দেওয়া শুরু করে। ভয় পেয়ে কাজ ছেড়ে পালিয়ে যান পুরসভার কর্মীরা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুর কর্মীদের থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন।
বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুর কর্মীরা
