২৩ ফেব্রুয়ারি ভারত পাক যুদ্ধ হবে দুবাইতে

বঙ্গবার্তা ব্যুরো,

মাঠেই হোক বা বাইরে, ভারত পাকিস্তান মুখোমুখী হওয়া মানেই তা যুদ্ধের চেহারা নেয়। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সেই ভারত- পাক দ্বৈরথ দেখা যাবে ২৩ ফেব্রুয়ারি। দু দেশই এই লড়াই লড়বে দেশের মাটিতে নয় দুবাইতে। এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বেশ জলঘোলা হয়। ভারত zজানিয়ে দেয় তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না। তা নিয়ে বিশ্বের ক্রিড়া মহলে বেশ আলোচনাও হয়। অচলাবস্থা কাটাতে সিদ্ধান্ত হয় চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত খেলব দুবাইতে গিয়ে। বাবর আজমের পাক দল খেলবে নিজের দেশের মাটিতেই। দুবাইতে ২৩ ফেব্রুয়ারি ভারত মুখোমুখী হচ্ছে পাকিস্তানের সঙ্গে। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ তারিখ। সেদিন আয়োজক দেশ পাকিস্থ খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে থাকছে পাক বিমান বাহিনীর কলা- কৌশল প্রদর্শন। তারা দেখাবে তাদের বিখ্যাত শের দিল অ্যারোবেটিকস।