পীযূষ চক্রবর্তী,
যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজো বিতর্কের মধ্যেই এবার বিস্ফোরক কলকাতা পুরসভার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। সরস্বতী পুজো বন্ধ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর দুর্বৃত্ত। যাদের সিংহভাগই মুসলিম সম্প্রদায়ের। শুধু তাই নয়, এদের মধ্যে অনেকেই আবার তৃণমূলের নেতা। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মন্ত্রী ফিরহাদ অবশ্য ওই সমস্ত বিকৃত মস্তিষ্কদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারই আশ্বাস দিয়েছেন। বিশেষ করে খোদ কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন কলেজ যোগেশচন্দ্র চৌধুরীতে তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলির সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে যে প্রচেষ্টা তা তিনি ভালো ভাবে নিচ্ছেন না। যেভাবে সাব্বির পুজো বন্ধ করার জন্য মহিলাদের অপহরণ ও ধর্ষণের হুমকি দিয়েছেন তাতে রীতিমতো ক্ষুব্ধ কলকাতার মেয়র। সোমবার নাম না করে বুঝিয়ে দিয়েছেন তিনি।
ফিরহাদ বলেন, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। আজকাল আমি দেখছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি দেওয়া ও বলার মনোবৃত্তি আসবে কেন। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী।
যোগেশচন্দ্র কলেজ নিয়ে অভিযুক্ত সাব্বিরের গ্রেফতার চাইলেন মেয়র
