রাজ্যের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেটের ভবিষ্যত ঝুলে রইলো ১৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যের ১২ লাখ ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট মামলা খারিজ করে দেওয়ায় এই নিয়ে আইনজীবী মহলে সংশয় তৈরি হয়েছে। এক পক্ষের মত এর ফলে মূল মামালাও খারিজ হয়ে যেতে পারে, অন্য পক্ষের মত সেই মামলার শুনানি প্রায় শেষের পথে এই অবস্থায় সেই মামলা খারিজ করবে না শীর্ষ আদালত। তাঁদের মত এই সব প্রশ্নের উত্তর জানা যাবে সুপ্রিমকোর্টের পরবর্তী শুনানি অর্থাৎ ১৮ তারিখ।
রাজ্যের দেওয়া ১২ লাখ ওবিসি সার্টিফিকেটের বিরুদ্ধে কলকাতা মামলা হয়। অমল কুমার দাস নামে এক ব্যক্তি ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি রাজশেখর মান্থা এবং তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সেই মামলায় ১২ লাখ সার্টিফিকেট বাতিল করে দেন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। মামলার রায়কে চালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর কমিশনও। সেই এই মামলা চলছে বিচারপতি বি আর গাবাই এবং অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। সেই মামলায় শুনানি অনেক দূর এগিয়ে গেছে।
এই পরিস্থিতিতে আরও একটি মামলা হয়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা করেন অবনী কুমার বিশ্বাস।সেই মামলাই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মূল মামলার পরবর্তী শুনানি হবে ১৮ ফেব্রুয়ারি বিচারপতি বি আর গাবাই এবং অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। সেখানেই চূড়ান্ত হবে রাজ্যের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেটের ভবিষ্যত।