রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের কাছে পরিবেশ ধ্বংসকারী প্রকল্প অনুমোদনের অভিযোগ বিরোধীদের

বঙ্গবার্তা ব্যুরো
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবেশ সংবেদনশীল পরিকল্পনা বা ইকো সেনসেটিভ প্রকল্প গ্রহণ করে পরিবেশের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করছে,এমন গুরুতর অভিযোগ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করে বিজেপি বিধায়করা রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং স্লোগান তোলেন। শংকর ঘোষের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে জঙ্গল ধ্বংস করে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হোটেল তৈরি করতে চাইছে। যার ফলে পরিবেশ সংবেদনশীল অঞ্চলের ইকোসেনসেটিভ পরিকল্পনা মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজেপি বিধায়কের দাবি, রাজ্য সরকার এই পরিকল্পনার উন্নতির জন্য কোনো পদক্ষেপই নেয়নি। তিনি অভিযোগ করেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ায় পরিবেশ সংরক্ষণের বিষয়ে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না।
শংকর ঘোষ অভিযোগ করেন, তৃণমূল সরকার রাজ্যে অবৈধ নির্মানে বাধা দেয়নি কোথাও
এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনই বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এই প্রকল্প বাঁচাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
তিনি জোর দিয়ে বলেন,শুধুমাত্র কেন্দ্রীয় হস্তক্ষেপের মাধ্যমেই পশ্চিমবঙ্গে পরিবেশ সংরক্ষণ প্রকল্পকে রক্ষা করা সম্ভব।

11:54