বঙ্গবার্তা ব্যুরো,
এক সময় শহর জুড়ে চর্চায় থাকত শাহিদ কাপুর ও করিনা কাপুরের প্রেম কাহিনী। কিন্তু ২০০৭ সালে শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয় বলিউড। মন ভেঙে যায় অনেক শাহিদ ও করিনা প্রেমীর।ফের সেই শাহিদ কাপুর ও করিনা কাপুর খানকে একসঙ্গে দেখে যে অনুরাগীরা উচ্ছ্বসিত হবেন, তা স্বাভাবিক!
সম্প্রতি জয়পুরে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন জুটি শাহিদ কাপুর এবং করিনা কাপুর খানকে । পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা গিয়েছে তাঁদের। সৌজন্যের খাতিরে একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা। দীর্ঘ দিন পর দুই কাপুরের সেই প্রেমের মুহূর্ত ফেরায় তা নিমেষের মধ্যেই ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

একসময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান।এই পুনর্মিলনের দৃশ্যকে অনেকেই পরিণত মানসিকতার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। সময় বদলেছে, দুজনেই নিজেদের পারিবারিক জীবনে সুখী, আর পুরনো সম্পর্কের ‘ক্ষত’ হয়তো এখন শুধুই অতীত। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্ত নিঃসন্দেহে নস্টালজিয়ার ঢেউ তুলেছে বি-টাউনে।
তবে এপ্রসঙ্গে মুখ খুলেছেন শাহিদ কাপুর নিজেই।প্রশ্ন করা হলে অভিনেতা বলেন যে আজ আমাদের মঞ্চে দেখা হয়েছে। তবে আমাদের মধ্যে এরকম দেখা-সাক্ষাৎ হতেই থাকে। এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। মানুষ যদি এটা পছন্দ করেন, তবে তা খুবই ভালো।যদিও এর আগে বহুবার অনুষ্ঠানে শাহিদ ও করিনা মুখোমুখি হয়েছেন। কিন্তু প্রতিবারই একে অপরকে এড়িয়ে গিয়েছেন তাঁরা।তবে এতবছর পর দুজনকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা।