শিয়ালদহ স্টেশন থেকে আটক মায়ানমারের তিন বাসিন্দা

পীযূষ চক্রবর্তী:

শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গ্রেফতার মায়ানমারের তিন বাসিন্দা। শুক্রবার রাতে শিয়ালদহ স্টেশন চত্বরে তাঁদের ইতস্ততঃ অবস্থায় ঘুরতে দেখেন টিকিট পরীক্ষকরা। দেখে সন্দেহ হওয়াতে টিকিট পরীক্ষকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর দিতে পারেননি তাঁরা। আরপিএফ জওয়ানদের বিষয়টি বললে তাঁরা ওই তিনজনের সঙ্গে কথা বলেন। বৈধ কাগজপত্র চাওয়া হয়। কিন্তু বৈধ নথি দেখাতে পারেননি তাঁরা। এরপর ওই তিনজনকে শিয়ালদহ জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, এদেশে আসার কোনও বৈধ নথি তাঁরা দেখাতে পারেননি। ধৃতেরা তিন জনেই মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। মায়ানমারের এই প্রদেশটি রোহিঙ্গা অধ্যুষিত। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশনে ধৃতেরাও রোহিঙ্গা কি না, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।