সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিতের আশ্বাস বাংলাদেশের বিদেশ সচিবের

সোমবার ঢাকায় গিয়ে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী । বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিশ্রী সেখানকার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিন দুপুরে অতিথিনিবাস পদ্মা ভবনে জসীমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন। ওই বৈঠকে সেখানকার হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিষয়ে বার বার আলোচনা হয়। যা বৈঠকের শেষে মিস্রীর সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়টিই জানিয়ে দিচ্ছে। মিশ্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং উভয়ের পক্ষে লাভজনক সম্পর্ক চায় ভারত। আমরা বিদ্যুৎ শক্তি, যোগাযোগ, বাণিজ্য, সাংস্কৃতিক বোঝাপড়া, কূটনৈতিক বোঝাপড়া সহ একাধিক বিষয়ে কথা বলেছি। সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছি।’
বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এবং মন্দিরে হামলার বিষয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে বলে জানা গিয়েছে। বাংলাদেশের বিদেশ সচিবের পাশাপাশি সেদেশের বিদেশ দফতরের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মিস্রী। দুই দেশের বিদেশ সচিবের এই বৈঠকের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ কমে কিনা এখন সেটাই দেখার!