সংবিধানের প্রকৃত মূল্যবোধের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বঙ্গবার্তা ব্যুরো,
প্রজাতন্ত্র দিবসে দেশের সংবিধানের মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমরা দেশের প্রজাতন্ত্রের ৭৫তম বছর উদযাপন করছি। প্রজাতন্ত্র দিবসে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, সংবিধান রচনায় যে সকল নারী-পুরুষ জড়িত ছিলেন তাঁদের প্রতি সম্মান জানাচ্ছি। তিনি লিখেছেন, এঁদের জন্যই দেশ গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের পথে এগিয়ে যাচ্ছে। তাঁদের কাজ দেশের সংবিধানের আদর্শ রক্ষার পথ শক্তিশালী করবে এবং দেশের উন্নতির রাস্তা মসৃন করবে।
এদিন দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই তিনি নিজের এক্স হ্যান্ডেলে প্রজাতন্ত্র দিবস নিয়ে এই কথা লেখেন।