পালাবেন না প্রধানমন্ত্রীর জবাব শুনবেন রাহুলকে কটাক্ষ রিজিজুর

বঙ্গবার্তা ব্যুরো,

সংসদ ছেড়ে পালিয়ে যাবেন না। প্রধনমন্ত্রী আপনার সব অভিযোগের জবাব দেবেন, সে সব শুনবেন। মঙ্গলবার বাজেট অধিবেশনের চতুর্থ দিন রাহুল গান্ধীকে এই ভাষায় কটাক্ষ করেন বিজেপি মন্ত্রী কিরণ রিজেজু। সূত্রের খবর এদিনই বিকেলে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সে ইঙ্গিত দিয়েই রিজেজু অধিবেশন শুরুর সময় খোঁচা দেন রাহুলকে। সোমবার সংসদে রাহুল গান্ধী একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমলোচনা করেন। মেক ইন ইন্ডিয়ায় ব্যর্থতা থেকে চিনের ভারতীয় ভূখণ্ড দখল করে রাখা থেকে শুরু করে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাঁচ মাস আগে ৭০ লক্ষ ভোটার বেড়ে যাওয়ার মতো ইস্যু তুলে ধরেন। তারই জবাবে রিজেজু মঙ্গলবার ওই কথা বলেন। মঙ্গলবার অধিবেশনে বিরোধী সাংসদদের তোপের মুখে পড়তে হয় সরকারকে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মহাকুম্ভের সাম্প্রতিক পদপিষ্টের ঘটনা নিয়ে সরকারের কাছে একাধিক প্রশ্ন রাখেন।তিনি বলেন সরকার যখন বাজেট পেশের সময় বিভিন্ন তথ্য দিতে পারছেন, তাহলে কুম্ভের ঘটনায় কতজন মারা গেছেন, কতজন আহত হয়েছেন তার হিসেব দিতে পারছেন না কেন? তিনি বলেন মহাকুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এসেছিলেন পুণ্য লাভের আসায়। তাঁরা কী নিয়ে ফিরলেন না, নিজের প্রিয়জনের মৃতদেহ।শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া শুলে এদিন মহারাষ্ট্রে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা(পি এম এফ বি ওয়াই)নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি এই বিষয়ে সচেতন আছেন কিনা এবং এই নিয়ে কোনও তদন্ত করবেন কিনা। তিনি বলেন সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় রাজ্যের কৃষি মন্ত্রী নিজে পি এম এফ বি ওয়াই প্রকল্পে ৫০০ কোটি টাকার দুর্নীতির কথা বলেন। তখন তাঁকে দলেরই বিধায়ক শুধরে দিয়ে বলেন, টাকার অঙ্ক ৫০০ কোটি নয় ৫০০০ কোটি টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে সুপ্রিয়া শুলের প্রশ্ন আপনি কী এই নিয়ে তদন্ত করবেন?জবাবে শিবারাজ সিং চৌহান বলেন, সাংসদ একেক বার টাকার অঙ্ক একেক রকম বলছেন । তবুও বলছি যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তার তদন্ত হবে এবং দোষীকে সাজা দেওয়া হবে।