বঙ্গবার্তা ডেস্কঃ সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতির পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।২০২৩ সালের রায়ে সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্ক অপরাধ নয় জানালেও সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি দেয়নি সর্বোচ্চ আদালত। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই রায় পুনর্বিবেচনার আর্জি শোনেন বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিভি নাগারত্ন, বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। তাদের তরফে বলা হয়,আগের রায়ে তারা কোনও ভুল খুঁজে পাননি। দুই রায়ই আইন মোতাবেক দেওয়া হয়েছিল। এতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সেইমতো রিভিউ পিটিশন খারিজ করা হল।
২০২৩ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি দেয়নি,তবে বলা হয় সমকামী সম্পর্ক অপরাধ নয়। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, সমলিঙ্গে বিয়েকে আইনি স্বীকৃতি দিতে হলে আইনে পরিবর্তন আনতে হবে আর তা করতে পারে একমাত্র আইনসভা।সেই সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সমলিঙ্গের বিয়ের পক্ষেই মত দিলেও ৩ বিচারপতি সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি না দেওয়ার পক্ষে মত দেন।পরের মাসেই সেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়।সেই আবেদনই খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।
সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি, পুনর্বিবেচনার আর্জি খারিজ
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-10-at-5.21.14-PM.jpeg)