অনলাইন বেটিং রুখতে কলকাতা, দিল্লি সহ দেশের ৬০টি জায়গায় সিবিআই হানা

পীযূষ চক্রবর্তী,
অনলাইনে বেটিংয়ের অভিযোগে কলকাতা সহ সারা দেশের ৬০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তল্লাশি চালানো হচ্ছে বেশ কিছু রাজনীতিবিদ, আমলা ও পুলিশ কর্তার বাড়িতে। একযোগে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতা ছাড়াও দিল্লি, ভূপাল, ছত্তিশগড়েও বুধবার চলছে তল্লাশি। জানা গিয়েছে, মহাদেব নামে একটি সংস্থা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে অনলাইনে বেটিং চক্র চালাচ্ছে। কলকাতা, দিল্লি, মধ্যপ্রদেশের ভূপাল ও ছত্তিশগড়ে এই বেটিং চক্র সবচেয়ে বেশি সক্রিয়। এই সমস্ত জায়গার নেতা, পুলিশকে তারা মোটা টাকা দিয়ে এই বেআইনি কারবারের জাল তৈরি করেছিল। রবি উপ্পাল ও সৌরভ চন্দ্রকর নামে দুজন মূলত ওই কারবারের মাথা। তবে তারা দুবাইয়ে থেকেই এই বেআইনি কারবারের জাল বিস্তার করেছিল। রাজনৈতিক নেতা, সরকারি আমলা ও পুলিশ অফিসারদের মোটা টাকা দিয়ে তারা এই কারবার করছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

15:12