অনিশ্চয়তার মেঘ সরে গিয়ে সেপ্টেম্বরে শুরু হতে চলেছে এশিয়া কাপ ক্রিকেট

বঙ্গবার্তা ব্যুরো,

ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে চলতি বছরে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এশিয়ান ক্রিকেটের আকাশে জমা কালো মেঘ সরতে শুরু করেছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রচারকাজও শুরু হয়ে গেছে।

ক্রিকবাজ জানাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ ২০২৫ এর আয়োজনের চূড়ান্ত পরিকল্পনা নিচ্ছে । যাতে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

ক্রিকবাজ আরও জানিয়েছে, যদিও এখনো খেলার নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আশা করছে, তারা জুলাইয়ের প্রথম সপ্তাহেই ছয় দলের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারবে, তখনই তারা সভা ডাকার পরিকল্পনা করছে।

আয়োজক হিসেবে ভারতের নাম আগেই চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে বাধ্য হয়েছে এসিসি। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে এখন সম্ভাব্য আয়োজক দেশের তালিকার শীর্ষে রাখা হয়েছে। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হয়নি।

লিডসে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালিন এশিয়া কাপ ২০২৫-এর একটি প্রোমো ভাইরাল হয়। সেখানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে দেখা যায়।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, এসিসি কিংবা আইসিসির তরফে প্রকাশ্যে কোন মন্তব্য করা হয়নি। এপ্রিলে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভার, মে মাসে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান চালায়। এমন যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।
তবে বিশ্ব ক্রিকেটের কিছু ঘটনাপ্রবাহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি আইসিসি ঘোষিত দুটি বৈশ্বিক টুর্নামেন্ট মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচিতে ভারত পাকিস্তান ম্যাচ দেখা যাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে ৫ ই অক্টোবর কলম্বোতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ ই জুন এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

09:35