বঙ্গবার্তা ব্যুরো,
প্রথম টেস্টের পরাজয় ভুলে এজবাস্টনে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। শুক্রবার অবশ্য ক্লোজ ডোর অনুশীলন হয় ভারতীয় দলের । শনিবারও একই পরিকল্পনা নিয়েছে ভারতীয় দল। অনুশীলনে মহম্মদ সিরাজরা বোলিং করলেও মাঠে নামেননি বুমরাহ। ছিলেন না প্রসিদ্ধ কৃষ্ণও। বরং গৌতম গম্ভীরকে দেখা যায় অর্শদীপ সিং ও আকাশ দীপের সঙ্গে কথা বলতে।
প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে যে ভারতীয় দলের বোলিং বিভাগে বদল হতে চলেছে তা এক প্রকার স্পষ্ট। খুব সম্ভবত দল থেকে বাদ পড়ছেন বোলার শার্দুল ঠাকুর। লিডসে তিনি মাত্র কয়েক ওভার বোলিং করেন, ব্যাটিংয়েও চমক দেখাতে পারেন নি। নির্বাচকদের সামনে এখন দুটি পছন্দের সুযোগ রয়েছে শার্দুলের জায়গায়, নিতীশ কুমার রেড্ডি অথবা কুলদীপ যাদব। শুক্রবার অনুশীলনে মহম্মদ সিরাজের সঙ্গে দীর্ঘক্ষণ নেটে বল করেছেন অর্শদীপ সিং।
ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরা পাঁচটি টেস্ট খেলবেন না, তা আগেই জানা গিয়েছিল। বিসিসিআই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনটি টেস্ট খেলার কথা তাঁর। তবে কোন তিনটি টেস্ট তিনি খেলবেন, তা জানায়নি ভারতীয় টীম ম্যানেজমেন্ট।
২০২৪ সালে টেস্টে মোট ৭৮টি উইকেট নিয়েছেন বুমরা। খেলেছেন ১৫টি ম্যাচ। একবছরে ৪১০.৪ ওভার বল করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেছেন ৩৩.৪ ওভার। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্সও দেখিয়েছেন বুমরা। প্রথম ইনিংসে নেন পাঁচটি উইকেট, ভারতীয় বোলিং বুমরার উপর কতটা নির্ভরশীল সেটা দ্বিতীয় ইনিংসেই প্রমাণিত। এবার দ্বিতীয় টেস্টে বুমরা না খেললে ভারতীয় দলের চাপ আরও বাড়বে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

