অপেক্ষার অবসান ৯ বছর পর মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির ছবি

বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘ ৯ বছর ধরে মুক্তির অপেক্ষায় আছে বাংলা সিনেমা ‘ধূমকেতু’। অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি । সম্প্রতি প্রকাশ পেয়েছে টিজার। সেখানেই বাজিমাত করেছে বাংলা ছবির এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী।
সিনেমার প্রথম ঝলকই বলে দিচ্ছে উদগ্রীব অপেক্ষায় রয়েছে। দুই তারকার ভক্তরা।

ছবিটি বাণিজ্যিক সাফল্য পাবে বলেও আশা করা হচ্ছে। সমাজ মাধ্যমে প্রকাশিত ধূমকেতুর টিজারে দর্শকদের চমকে দেন দেব। ধূসর আবহে গম্ভীর গলায় অভিনেতাকে বলতে শোনা যায়, ‘গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।’

ঝলকটি শেষ হয়েছে আরও একটি জোরালো সংলাপে। যেখানে বলতে শোনা যায়, ‘সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি।’এ সংলাপগুলো, দেব-শুভশ্রীর পুরনো কিন্তু প্রিয় রসায়ন, আর রহস্যময় উপস্থাপনায় মুগ্ধ হচ্ছেন দর্শকেরা। টিজার মুক্তির পরপরই সামাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাড়ছে ভিউ।

২০১৬ সালেই শুটিং শেষ হয়েছিল ছবিটির। কিন্তু নানা জটিলতায় আটকে যায় মুক্তি। অবশেষে প্রযোজক রানা সরকার চলতি বছরের মার্চে জানন, ১৪ই আগস্ট ‘ধূমকেতু’ মুক্তি পাবে। সে সময় প্রকাশিত প্রথম পোস্টারই উসকে দিয়েছিল কৌতূহল। আর এখন টিজার যেন সেই আগুনে ঢেলে দিল ঘি।


দর্শকদের প্রত্যাশা, ‘ধূমকেতু’ হতে যাচ্ছে দেব শুভশ্রীর ক্যারিয়ারের এক নতুন বাঁক। সিনেমার পূর্ণাঙ্গ ট্রেলার এবং মুক্তির দিন গুনছে এখন টলিপাড়া থেকে টিকিট কাউন্টার পর্যন্ত সব শ্রেণির ভক্ত।

06:28